ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে লালমোহনে মানববন্ধন

লালমোহননিউজ ।।
ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে সারাদেশের সাথে একযোগে লালমোহনেও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতি'র আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন চৌরাস্তায় মানববন্ধনে ঔষধ কোম্পানিগুলোকে চার দফা দাবী বাস্তবায়নে করতে সরকারের দৃস্টি আকর্ষণ করা হয়। দাবীগুলোর মধ্যে ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করা। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির লালমোহন উপজেলা সভাপতি মোঃ লোকমান হোসেন, সিঃ সহসভাপতি হাকীম মোঃ জামাল উদ্দিন, সহসভাপতি ডা: মতি লাল, রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কোষাধ্যক্ষ রিয়াজ উদ্দিনসহ ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।