লালমোহনে শিক্ষকের উপর হামলা

লালমোহন নিউজ ।।
লালমোহনে শিক্ষকের উপর হামলা চালিয়ে এলোপাথারি মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব চরভূতা (বাংলাবাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনের উপর এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে।
জানা গেছে, শিক্ষক কামাল হোসেন বিদ্যালয়ে দুপুরে বিরতি চলাকালিন সময়ে খাবাবর জন্য বের হলে স্থানীয় বটতলা এলাকায় অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা কামালকে মোটরসাইকেল থেকে নামিয়ে জিআই পাইপ দিয়ে এলোপাথারি মারধর করে। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে পাশ্ববর্তী বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা চালায় দুর্বৃত্তরা। তবে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।